Thu 18 September 2025
Cluster Coding Blog

কর্ণফুলির গল্প বলা সাপ্তাহিক ধারাবাহিকে সৈয়দ মিজানুর রহমান (পর্ব - ১০)

maro news
কর্ণফুলির গল্প বলা সাপ্তাহিক ধারাবাহিকে সৈয়দ মিজানুর রহমান (পর্ব - ১০)

অনন্ত - অন্তরা 

স্ফটিক-স্বচ্ছ প্লাস্টিকের ঢাকনাটা উঠিয়ে দীর্ঘ প্রতীক্ষিত বন্ধু বাঁধনে শুভ জন্মদিনে সুগন্ধ Yami Yami নজর কাড়া কেকের মোড়ক উম্মোচন সন্ধ্যার উপলক্ষে । রেস্তোরার উদ্যোগে কিছু সংখ্যক বন্ধুরা এলো মোদের মাঝে জানাতে শুভেচ্ছা সন্ধ্যার শুভ জন্মদিনে । কেকের চারিপাশে সাজানো মোমবাতিগুলি জ্বালিয়ে দিলাম- হঠাৎ করে ঠিক টেবিলের উপরের লাইটগুলি বন্ধ হয়ে গেল! অপ্রস্তুত সন্ধ্যার মুখ মোমের আলোয়ে গলে গলে বন্ধুত্বের বন্ধন রেখা ঘুরে ঘুরে ভরাট হতে লাগলো অটুট বন্ধনে । আমি এমন করে কখনও দেখিনি ওর ঐ দু’টি চোখ আত্মবিশ্বাসে ভরে ওঠা আনন্দে! বরাবরের মতো খুনসুটি মনোভাব কোথায় যেন মিলিয়ে গেল ফুটে উঠলো চটক চপলতা এক মায়াবী ইন্দ্রজাল! ওগো বন্ধু! তুমি মোর বিশ্বাসে বিশ্বস্ত বন্ধুত্বের অমরবাণী । তুমি সুন্দর তুমি অবোলা তুমি নারী- সব সম্পর্কের উর্ধে বন্ধু তুমি । সন্ধ্যার মুখোরিত লগনে চাতক মনে- তুমি সন্ধ্যা হৃদয়ে মোর জাগরিত শুভ লগন যে যায় বয়ে সে তোমার জন্মদিনে । Happy Birthday to you Happy---- Birthday------- to you-------------- জীবন তোমার উঠুক ভরে অনাবিল আনন্দে হে শুভদিন যাক ভরে জন্মদিনে আগামী পথ চলা অবারিত আনন্দে, সানন্দে জীবন হোক সুখময় অপ্রতিরুদ্ধ । শুভ হোক শুভ দিনে শুভ জন্মদিন । কবিতা আওড়ানোর শেষে সবাই আনন্দে উদ্ভাসিত হলো- তালি বাজালো- মনে হলো ছাব্বিশটা রেস্তোরার সুপ্রশস্ত ক্ষেত্রটি স্তমিত হয়ে ভালবাসার সম্মান জানালো- মুহূর্তে আবার ঝলমল করে উঠলো খিলখিল হাসি আনন্দে ।
অনন্ত আমার পাশে এসে দাঁড়া – আমি চুপচাপ ওর পাশে এসে দাঁড়ালাম, পাশের বন্ধুরা কেক কাটতে বলল, সন্ধ্যার হাতে কেক কাঁটা ছুরিটি দিয়ে বললাম দেরি নয় এখনি কেক কাটতে হবে । আমরা সবাই হ্যাপি বার্থডে বলতে শুরু করলাম, সন্ধ্যা জলন্ত মোমবাতিগুলি এক এক করে নিভিয়ে কেক কাটতে আমার হাত নৈশব্দে টেনে নিল ওর হাতের মধ্যে- আমি মানা করলাম না একসঙ্গেই কেক কেটলাম-পরমুহূর্তে ওর মুখে তুলে দিতে ইশারা করল ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register