- 3
- 0
ছোটোবেলায় চিড়িয়াখানা বানিয়েছিলাম নিজস্ব। ইঁট দিয়ে উঠোনের এককোণে ছোট ছোট ঘর। কয়েকটা আপেল শামুক, কেঁচো, ছোট গর্তে জল ঢেলে খলসে মাছ -এইসব। শামুক আর কেঁচো নিজেদের পথ নিজেরাই দেখে নিয়েছিল দ্রুত। বেচারা খলসে মাছ জল শুকিয়ে মরে গেল খামোখা। সে বয়স ছিল দ্রুত এক খেলা থেকে অন্য খেলায় মেতে ওঠার, তাই সেভাবে দুঃখ হয়নি।
0 Comments.