চার ছয় আট হোতো সন্তান পরিবারে,
একের অধিক থাকতোই সকল পরিবারে।
কাকু জেঠু মাসি পিসি পরিবারের অংশ,
দেবর ননদ জা ভাসুর পারিবারিক বংশ।
এসব শব্দের মাহাত্ম্য অধিক সন্তান হলে,
সম্বোধন আছে পারিবারিক সম্পর্ক বলে ।
দুনিয়া এখন বদলে গেছে দুই এক সন্তানে,
সম্বোধনের মেলেনা ডাক একক সন্তানে।
কাকু বিহীন পরিবারে হয় না কাকিমা,
জেঠু ও না থাকলে আসেনা জেঠিমা।
পিসি যদি থাকতো হতো পিসি মশাই,
মাসি না থাকলেও হয় না মেসোমশাই।
কাকি জেঠি মাসি পিসি বিলুপ্তপ্রায়,
পিসেমশাই মেসোমশাই শোনাও না যায়।
বাস্তবতা হারিয়ে এখন শব্দ রয়েছে কিছু,
আমরা যারা পরিচিত হাতরে চলেছি পিছু।
0 Comments.