প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে কল্যাণ গঙ্গোপাধ্যায়
প্রেমযাপন
চোখের ওষুধ, হাতে ক্যাপসুল
সকাল, দুপুর, রাতে
নজর রেখেছে পাছে আমিটাকে
ঘিরে ধরে হতাশাতে
সময় এতটা জটিল হয়েছে
দুঃস্বপ্নের রাতে, জেগে বসে থাকি
প্রতিশ্রুতি, নখ দাঁত নিয়ে
যদি দুয়ারেতে আসে!
যা গেছে যাক, বললে চলে না
আমাদের খিদে পায়,
জীবনযাপনে প্রেম ফিকে হয়
ডুবে থাকি দোটানায়
ঘর সংসারে এত দায় তার
সহসা আসে না কাছে,
প্রেমের তৃষ্ণা বাড়ছে যখন
চা নিয়ে বসল পাশে
চায়ের কাপটি জড়িয়ে ধরে
এমন জীবন মেনেই নিলাম,
ঠিক এই দিনে, এমন লগ্নে
প্রেমের ফাঁদে জড়িয়ে ছিলাম
0 Comments.