কত গীতাঞ্জলি জমা হয়েছে ওই পদযুগলে
প্রেম যত জমেছিল বুকের ভূগোলে
বুকপকেটে রাখা লুকানো চিঠি কি চিরকুটে
নিরন্তর কলমের ডগায় বয়ে চলে অনুভূতির নদী
আজ কাল কিংবা পরশু খায় খুঁটে
মেঘ ঘনালে ওই দুই চোখে বৃষ্টির ডাক
নগ্ন পদযুগল জেগে থাক
বুকের ওপর
নেলপালিশ চমকাক
প্রত্যয় পূর্ণতা পাক
মধ্যপদলোপী তৎপুরুষে
মুচমুচে দিলখুশে
প্রেমের আগুনে এবং তুষে
হেঁটে যায় চাঁদ...
0 Comments.