Fri 19 September 2025
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় সুদর্শন প্রতিহার

maro news
সাতে পাঁচে কবিতায় সুদর্শন প্রতিহার

উর্দির নিচে

বাসির বাসি তে'বাসি , তারপরে চৌ ... তবুও রোজই স্বতেজ হয় তাজা রক্ত , টকটকে লাল |
কেউ বলে অর্থে ,তো কেউ বলে স্বার্থে ... অনেকে আবার বলে নাকি 'গ্রেট জব' সঠিক আসলে যে কী ,বোঝানো কি যায় !
সব সম্ভাব্য-অসম্ভাব্যের উর্দ্ধে চলে দেশ , দশের টানে সীমান্ত থেকে অভ্যন্তরে চলে গবেষণার জটিল গণিত উত্তরের খোঁজে ওরা কি তবে গিনিপিগ তবে ? রাজাদের খেলার সূত্রে কেউ বাঁচে কেউ মরে !
সুযোগ , সুবিধা আর স্বার্থের হিসাবের উর্দ্ধে ... উর্দির নিচে সচল একটা আস্ত মানুষ , বুক'বামে মজবুত হৃদয় ||
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register