কেউ বলে অর্থে ,তো কেউ বলে স্বার্থে ...
অনেকে আবার বলে নাকি 'গ্রেট জব'
সঠিক আসলে যে কী ,বোঝানো কি যায় !
সব সম্ভাব্য-অসম্ভাব্যের উর্দ্ধে চলে দেশ , দশের টানে
সীমান্ত থেকে অভ্যন্তরে চলে গবেষণার জটিল গণিত
উত্তরের খোঁজে ওরা কি তবে গিনিপিগ তবে ?
রাজাদের খেলার সূত্রে কেউ বাঁচে কেউ মরে !
সুযোগ , সুবিধা আর স্বার্থের হিসাবের উর্দ্ধে ...
উর্দির নিচে সচল একটা আস্ত মানুষ , বুক'বামে মজবুত হৃদয় ||
0 Comments.