ছায়া দিতে দিতে কখন যে ভুলে যাই
আমার এই পিঠ মাথা কেউই আর
সর্বংসহা নয়। রোদ আসে-
জলে ভিজে ক্লান্ত হয়েছে সব অক্ষরমালা !
গাছ নই, তাই দেখি ঘটেনি সংশ্লেষ
আসলে তো ছাতা....
ভাঙা বাট, তালি মারা গায়ে
আমরা রক্ষা করি, সহ্য করি একা
বহুগামী ভীড় ভাবে মূলত গাঁড়ল
তবুও ছায়াদান ধর্ম ছাতার।
0 Comments.