আগে বল তুই কল দিলি কেন? আমি না তোকে একদিন বলেছি – ক্লাসের সময় কল দিবি না – কিন্তু কেন দিলি – এতো কান টানি তাও লজ্জা হয় না ।
দ্যাখ আমি ভুলে গিয়েছিলাম এই মাত্র মনে পড়লো – আমি আরো উল্টো রাগ হয়েছি কেন কল কেটে দিলি আমার । এখন উল্টো আমাকে শাসানো হচ্ছে –
বেশ ভালো – ভুলে যাওয়া কি আমার দোষ তাই তুই আমাকে শাসাবি?
হ্যাঁ শাসাবো- তুই কি ছোট পোলাপান যে কথায় কথায় পোলাপান সাজোস! ভুলে যায়- পরীক্ষায় তো ভুলিস না তখন তো রেজাল্ট সে-ই ।
0 Comments.