Thu 18 September 2025
Cluster Coding Blog

কর্ণফুলির গল্প বলা -তে আবদুল বাতেন

maro news
কর্ণফুলির গল্প বলা -তে আবদুল বাতেন

গুগল ‍মিট

আইপ্যাডের সামনে হাত উঁচিয়ে থাকে বর্ণ। উত্তেজনায় টানটান! ক্লাস টিচার ওকে আশ্বস্ত করে -ওয়ান সেকেন্ড, আমি তোমার কাছে এক্ষুণি আসছি। ছ’ ফুট লম্বা মিস কার্লি, সোনালি চুলের। হাতের জরুরি কাজটা সেরে মাস্ক মুখে সে বর্ণের দিকে দৃষ্টি ফেলে -এবার বল ত, কি বলবে? -আমরা চোখ পিটপিট করি কেন? -মানে? -মানে আমরা চোখের পলক ফেলি কেন? বর্ণের প্রশ্ন শুনে আমতা আমতা করে ভদ্র মহিলা। তাঁর অনেক ব্যস্ততা! ক্লাসে কোলাহল, বেঞ্চ প্রতি একজন করে শিক্ষার্থী। আবার বাসা থেকে অনলাইনে ক্লাস করা বাচ্চারা প্রায় প্রতিক্ষণে তাদের হোম ওয়ার্ক পাঠাচ্ছে। আর সেগুলো ঠিকমত যাচাই বাচাই করে সঙে সঙে স্কোর দেয়া। মহামারীতে কর্মহীন অভিভাবকরা ক্লাসে নজর রাখছে! তার উপর এই আড়াই ইঞ্চি ছেলেটার আজব আজব প্রশ্ন! মিস কার্লি মিষ্টি করে হাসে, গালে হেলে পড়া চুলগুলো সরিয়ে দেয় -তোমাদের সবার দিনটা আনন্দের হোক, গুগল মিট আজ এখানেই। বিদায়......।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register