Fri 19 September 2025
Cluster Coding Blog

এক মাসের গপ্পে বিনায়ক বন্দ্যোপাধ্যায় (অন্তিম পর্ব)

maro news
এক মাসের গপ্পে বিনায়ক বন্দ্যোপাধ্যায় (অন্তিম পর্ব)

এক অভিনেতার ডায়েরি এবং - ৪

তিন দিন পর যখন গ্যাংটকে পৌঁছোতে পারলাম শেষ পর্যন্ত তখন আধমরা অবস্থা আমার | তবে শুধু প্রাণটুকু সঙ্গে থাকার আনন্দ যখন মানুষ অনুভব করতে পারে তখন অন্য সব দুঃখ তুচ্ছ হয়ে যায় তার কাছে | আমারও তাই হয়েছিল | হাজারও কান্নার ভিতর একটা বাচ্চার হাসি আমায় মনে করিয়ে দিচ্ছিল , সব শেষ হয়ে যায়নি | প্রাণ আছে, এখনও প্রাণ আছে |
আমার কোম্পানির মালিক অনেক চেষ্টা করেছিলেন এই তিন দিন আমার খবর নেওয়ার | স্বাভাবিকভাবেই পারেননি | কারণ কোথাও কোনও নেটওয়ার্ক নেই | আমার ফোনটা পেয়ে উনি এমন উচ্ছ্বসিত হয়ে উঠলেন যে আমার সত্যিই মনে হল, একটা পরিবারের সদস্য আমি | - তুমি ঠিক আছ ? তুমি সুস্থ আছ তো ? কম সে কম পাঁচবার কথাটা জিজ্ঞেস করলেন গুহসাহেব | - হ্যাঁ স্যার, ঠিক আছি। আপনি চিন্তা করবেন না। - তুমি কলকাতায় ফিরে এসো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল | আর টাকার চিন্তা কোরো না। যেভাবে হোক ফেরো, বাকিটা আমার রেসপনসিবিলিটি। - ফিরছি স্যার, ফিরেই রিপোর্ট করব আপনাকে | - ও.কে | সাবধানে এসো | - থ্যাঙ্ক য়ু স্যার | বাই | - বাই | অ্যাই শোনো শোনো, ফোন ছেড়ো না | সিকিমের ভুমিকম্পর পাশাপাশি কলকাতাতেও ক'দিন ধরে একটা খবর নিয়ে ভূমিকম্প চলছে | ওই যে তোমাদের সুপারস্টার অভিনেতা, প্রতাপ সাক্সেনা, সে নাকি তার কোন বান্ধবীকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে সিকিমে ছুটি কাটাতে গিয়েছিল | গত ক'দিন ধরে ওদের কোনও খবর পাওয়া যাচ্ছে না | মিডিয়া বলছে ওদের শেষ নাকি লাচুং-এর ধারেপাশে দেখা গিয়েছিল | জানি না কীভাবে বলছে, হয়ত মোবাইলের কল হিস্ট্রি সার্চ-টার্চ করে | আমি ভাবছিলাম, তুমি তো ওই চত্বরেই ছিলে | ওই স্টার এবং তার বান্ধবীর কোনও হদিশ-টদিশ দিতে পারো ?
গুহসাহেব একনিঃশ্বাসে কথাগুলো বলে যখন দম নিচ্ছেন ততক্ষণে আমি স্টুডিয়োর কোন ফ্লোরে পৌঁছে গেছি মনে মনে | আমার সামনে লাইটস অন হয়ে গেছে, ক্যামেরা রোল করছে, ডিরেক্টর বলে উঠলেন - অ্যাকশন ... গুহসাহেব আমাকে চুপ করে থাকতে দেখে ফোনের ওপার থেকে বললেন, ভাবলাম, বাই চান্স তোমার সঙ্গে মোলাকাত হয়েছে কি না ... আমি আমার সবটুকু অভিনয়ক্ষমতা স্পিকারের সামনে নিয়ে এসে বললাম, প্রতাপ সাক্সেনা আর তার বান্ধবীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না, ভুমিকম্পের পর থেকে ? আপনি কী বলছেন স্যার ? আমি তো ভাবতেও পারছি না ...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register