Fri 19 September 2025
Cluster Coding Blog

রান্নাবাটি -তে সীমা চট্টোপাধ্যায়

maro news
রান্নাবাটি -তে সীমা চট্টোপাধ্যায়

ব্রকলি পনির

উপকরণঃ

ব্রকলি, পনির, পেঁয়াজ কুঁচি, আলু , টম্যাটো , আদা, রসুন, নুন, গোটা জিরে, মৌরি, মিলিয়ে সাদা তেল, হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো, গোলমরিচ এর গুঁড়ো, ধনে।

প্রণালিঃ-

কড়াইতে তেল গরম করে তাতে জিরা আর মৌরি ফোরন দিতে হবে।ভাজা ভাজা হলে পেঁয়াজ কুঁচি দিয়ে নাড়াচাড়া করে আদা - রুসুন দিয়ে দিতে হবে। এবার সব ভালোভাবে ভেজে নিতে হবে।এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে - ব্রকলি, টম্যাটো কুঁচি, সেদ্ধ করা আলু, পনির এর টুকরো , লঙ্কা - হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার এই সব উপকরন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে ১০/১৫ মিনিট, তবে আঁচ কমিয়ে দিতে হবে।প্রয়োজনে আরও একটু জল দিয়ে সব সেদ্ধ হয়ে এলে গরম ভাতে পরিবেশন করুন ব্রকোলি পনির।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register