- 5
- 0
 
		হারিয়ে যাওয়া
অনেককিছুই হারিয়ে যায়
যেভাবে হারিয়ে যায় টিপ
কোনো টিপের ভেতরে,
ভেসে ওঠে স্বর্ণালীর মুখ।
কোনো টিপের মধ্যে
লুকিয়ে থাকে 
কারো বোনের মিষ্টি হাসি,
কোনো হারিয়ে যাওয়া টিপে
ভেসে ওঠে মায়েদের মুখ।
একবার এক হারিয়ে যাওয়া টিপে
খুঁজে পেয়েছিলাম 
একজন বৃহন্নলার আর্তনাদ,
২১ বছরের একজন নববধূকে
পুড়িয়ে মারার আগে
তার টিপ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল।
রোজ শহরে কত ব্রেক-আপ হয়
আর হারিয়ে যায় 
প্রিয়জনের দেওয়া টিপের পাতা।
এইভাবে হারিয়ে যাওয়া
টিপের পাতা খুঁজতে খুঁজতে 
হারিয়ে যাওয়া টিপগুলো
আমার কবিতায় 
এক একটা চরিত্র হয়ে ওঠে।
0 Comments.