T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় দেবদাস কুণ্ডু
by
·
Published
· Updated
হৃদয়ারন্যে তুমি
তুমি এক বিস্ময়, তুমি এক আকাশ
তোমার ভিতর আমাদের বসবাস
তোমার গানে কথা বলে নবীন প্রেম
তোমার সুরে হৃদয় জাগে ভোরের আলোর মতো
রক্তের ভেতরে আমার বিপন্ন ভালবাসা
কথা বলে তোমার চিও অনুভবে
স্ত্রীর পত্রে মৃনাল খুঁজছে সংসারে নারীর স্থান
তোমারই আভা মেখে নারী আজ বাইরের পথে
শেষের কবিতার লাবন্য স্বপ্নের প্রেমিকা
আমার হৃদয়ে প্রতিদিন কথা বলে অন্য ভুবনের
তোমার গল্পের তারাপদ আমাকে করেছে বাউল
তোমার ছবির নারী চিরন্তন রহস্যময়ী
কতো মৃত্যু তোমার চোখের তারায় ভেসেছে
মৃত্যু থেকে তুলেছি তুমি গান সুর জীবনের ছন্দ
আজ যখন লিখতে বসে কলম যায় থেমে
বুঝতে পারি তুমি এসে দাঁড়িয়েছো মুখোমুখি
কি আশ্চর্য তোমার স্পর্শে জন্ম নেয়
আমার ছোটো ছোটো হীরক খন্ড গল্প
এখনও আমার যুদ্ধে, আমার বিপন্নতায়
তুমি হাঁটতে থাকো অনন্ত পথ ধরে আমার সংগে।