হৈচৈ কবিতায় নিনা ঘোষ সমাদ্দার

আজব কথা
টিয়া পাখির ঠোঁটটি লাল
গায়ে দাদুর রঙিন শাল।
বসে শালিক লিখছে খাতা
কিনে চড়ুই আনল ছাতা।
বাগান ভরে পালং শাক
গাধার মাথায় লম্বা টাক।
কাক বানাল দারুণ ছানা
হরিণ ভায়ার খেতে মানা।
বাদর ভায়ার ভারী রাগ
পাইনি খুঁজে দুখুর ঢাক।
রথের মেলায় যাবে কাল
বক কিনে আনবে কাঁঠাল।
ঢ্যং কুরাকুর বাদ্যি নিয়ে
রথের মেলায় নাচবে গিয়ে।