দেবজ‍্যোতি দাশগুপ্তের কবিতা

পরিক্রমা

জানলা থেকে শার্সি হটাও ; পারলে ভাঙো আরশি রাতের।
টুকরো হয়ে ধাইবে সবাই কোথায়, কখন, কার শিরা তে ?

বুলেট, গোলাপ, কলম – শিরার রক্ত দিয়েই বুক তা রাখে।
না নিলে দাম, এক ভেবে নেয় সূর্য এবং শুকতারাকে।

তাই বলে কেউ তার চোখেতে মেঘের কুচি ঢোকাক, তা হয় ?
সেই মেঘেরা ঘুড়ির মতো ; বর্ষা এলে ভোকাট্টা হয়।

কেউ ধরে না ভেজার ভয়ে, উড়তে থাকে অষ্টপ্রহর।
সব প্রহরের একটা ঘড়ি, যার এক ডজন উপগ্রহ।

তার উপরেও শার্সি দেওয়া ; সময় ফেরায় শ্রদ্ধার আলো।
যতই ভাঙো, ভালোবাসায় কাঁচের চেয়ে ঠোঁট ধারালো।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।