T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় ডরোথী দাশ বিশ্বাস

=ছয়টি হাইকু= কোজাগরী

(১)
দীর্ঘ বিরতি
কথা হতেই পারে
ভূমিকা ছাড়া

(২)
কথায় কিন্তু
সহজাত স্বচ্ছতা
পড়ে না ধরা

(৩)
না-বলা কথা
গুমরে ওঠে শুধু
মুক্তি-আশায়

(৪)
উদয় হলে
সীমাহীন সুদূরে
কথা হারায়

(৫)
কোজাগরীতে
অস্ফুটে এ কি বাজে
রাঙা বাঁশরী

(৬)
জানো কি মন
হৃদয় উন্মোচন
খুব জরুরী

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।