কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

মে
এমন একটি সময়—
যখন গ্লোব লিলিরা মাটি ফুঁড়ে বের হয়,
ফট ফট শব্দে ফুল ফোটায়,
আত্মপ্রকাশের আনন্দে মাতোয়ারা।
দূর নীলে মেঘেদের বিন্যাস—
এই আছে, এই নেই—
জলহারা ছিন্ন জীর্ণ উধাও!
বেলার বয়স বেড়ে আকাশ ধোঁয়াটে
চেহারায়
এও এক রহস্যময় গাম্ভীর্য,
দীর্ঘ দিন— রাতে তারার দেওয়ালি, ছায়াপথ।
সমস্ত প্রকৃতি তাকে স্বাগত জানায়…