কবিতায় ডরোথী দাশ বিশ্বাস by TechTouchTalk Admin · September 21, 2023 ঈর্ষা কত আর মনের জোরে চলা যায় সে আমি খুব বুঝি— গন্ডী কাটা ঘর হতে সব ছাই উড়ে এসে আমায় পায় খুঁজি। তবুও আমি পসরা সাজাই অক্ষরের, কান্নাগুলো কবিতা হয়ে যায়— বদলে যায় নিমেষে বাতাবরণ, কে তখনও জ্বলছে দহনজ্বালায়। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love