কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

বোধ
বোধ-১
বদলে নিয়েছি নিজেকে-
বললেই কি বদলানো যায়!
মানছি এ এক গতিশীল প্রক্রিয়া
অথচ মন্থর
বরং বলা যাক
ভালোবাসা নয়, অভিমানের পাহাড়
গড়ে নিঃশব্দে চলে যেতে হয় একদিন
বোধ- ২
ন্যায্য অধিকারবোধ থেকে বঞ্চিত হলে একবিন্দু প্রাণে
আষাঢ়ের মেঘের মতো পুঞ্জীভূত বিষাদের আনাগোনা,
একদা রঙ্গমঞ্চে অভিনীত বর্ণাঢ্য অতীত মুখ লুকোয়,
মনের কথা কবিতা হয়ে গেলে জানি সব সমস্যার সমাধান হয়ে যায়।
আবেগেও আর ভাঙন ধরেনা।