কবিতায় ডরোথী দাশ বিশ্বাস
হেমন্তিকা
আমি সেই শিউলি হয়ে ঝরে যেতে পারি
শিশিরের জলে স্নাত হতে পারি
ভিজে মাটির গা ছুঁয়ে জেগে থাকতে পারি
হেমন্তের শীতল হাওয়ায় কাঁপন ধরে আমার মনে
কতো হাজার মাইল দূর থেকে
দেখবে তুমি আমায় দু’চোখ ভ’রে জেনে…
সুন্দর হতে পারি তোমারই জন্যে
প্রখর সূর্যের তাপে শুকিয়ে যাবার আগে
আমার সমস্ত সত্তা সেই স্থানে নিবেদিত হোক।
মিথ্যে হোক নির্ঝরের স্বপ্নভঙ্গ।