T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় দেবজিৎ দে

বিষের রঙ নীল
পূর্বপুরুষের দিব্যি, এই লড়াইয়ে শহিদ হলে
গায়ে জাতীয় পতাকা দিওনা।
নিজের রাজ্যে, নিজেদের ইজ্জত রক্ষায়
সুরক্ষার জন্যে লড়ছি
এর থেকে জঘন্য আর কি হতে পারে !
আমাদের অঙ্গুলি হেলনে হতে পারে
যোগ অথবা বিয়োগ
অশুভ শক্তি আমাদের আঙুল মটকাক
কলঙ্কিত করুক দীর্ঘদিন
চাইনা মৃত্যুর পরেও ।