T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় দীপশিখা দত্ত

বিরহিণী

তোমারই অবিচল স্থিরচিত্র পানে
চাহি, কাটে মোর সহস্র বিনিদ্র রাতি।
নির্বাসিতা আমি চেয়ে রই অন্যমনে;
একমনে আঁকি প্রেমময় সুখস্মৃতি।
তব স্পর্শ এনেছিল বসন্ত বাহার,
কুন্ঠিতা অপেক্ষারত দীর্ঘ নিশিযামে,
পল্লবিত তরু সম মোর অভিসার-
দুঃস্বপ্ন সম আমার দুয়ারে নামে।

অকস্মাৎ উল্কাপাতে টুটে খেলাঘর,
পাগলিনী আমি খুঁজে চলি প্রিয়তমে-
বিরহিণী দুচোখে প্রগাঢ় অন্ধকার,
প্রতি জনে শুধাই গো, প্রিয়জন ভ্রমে!
ফিরিবে বলিয়া রেখেছি – উন্মুক্ত দ্বার।
বিচ্ছেদ ঘুচিবে নিশ্চিত পরজনমে।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।