গ এ গদ্যে দেবলীনা ধর

প্রেম
আমার যতো এলোমেলো হেরে যাওয়াটা থাক না তোমার জন্যে।।
আমার সারাদিনের ক্লান্তি টা থাক তোমার জন্যে।
আমার কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে তোমার কাধ টা থাকনা আমার জন্যে ।।
সবার চোখে খুব শক্ত মেয়ে তার দুর্বলতা গুলো তোমার জন্যে থাক ।।।
মুখের বয়সের ছাপ শরীরের মেদ সব না সাজানো জিনিসটা ই তো তোমার জন্যে ।।
সাজানো গোছানো মানুষটা বাইরের সবার জন্য ।।
ভেঙে না পড়ে অনেক কঠিন কাজ করে ফেলা মেয়ে টা যে অল্প বিষয়ে ভেঙে পড়তে পারে সে টা তুমিই জানি একমাত্র।
আমার সব কুৎসিত সব আমার সব হেরে যাওয়া আমার সব ভেঙে পড়া আমার সব কাউকে না বলতে পাড়া কথা তোমার নামে ।।।।
কারণ আমি যে ভেঙে চুরে তোমার কাছে এসেছি।।।সব শক্তিশালী মানুষের পিছনেই লুকিয়ে থাকে একজন খুব নরম মনের মানুষ যে মানুষের স্বভাবগত ভাবেই একজনকে আঁকড়ে ধরতে চাই।।
এটা যে মানুষের স্বভাব সবার মনই চাই যে কেউ একজন থাক যাকে সব বলা যাই সব মানে নিজের ভুলটা নিজের অন্যায়টা ।।
হোক না অন্যায় হতেই ত পারে আমরা তো মানুষ।।
কোনো মানুষ যে নির্ভুল হতে পারেনা ।।
তাই বলে কি তাকে লুকাতে হবে সেই মানুষটার কাছেও যার কাছে এসে সে সব থেকে নিরাপদ ভাবে ।।।
এই রকম একটা জায়গা যদি আমাদের থাকে তবে জীবন যুদ্ধ টা ভীষন সহজ হয়ে যাবে ।
এরকম একটা মানুষের প্রয়োজন শুধু মেয়েদের নয় আমার মনে হয় ছেলেদেরও হয়।।