ক্যাফে কাব্যে দীপশিখা চক্রবর্তী

সময়ের সাথে
একটা ঘোর-ঘোর দিন, যেন নিঃশ্বাসটুকুও কেড়ে নিচ্ছে সময়! যে হৃদয় কখনো কারোর বশ মানেনি, কখনো ভালোবাসার সংখ্যা চেনেনি, তার কাছাকাছি যেতেই নেই। খুব কম সময়ে সেই হৃদয় আবেগ লিখে ফেলে বলেই কষ্ট পায় এত! সারাদিনের ব্যস্ততার ভিড়ে এমনভাবে আঁকড়ে থাকে কিছু অনুভব, সবাই বোঝে না। আসলে সবাই বুঝুক, এটাই চায় না হয়তো!
প্রেম সবসময় ভালোবাসায় পরিণত হতে পারে না। তাই বুঝে চলতে হয়। আবেগের বাড়াবাড়ি একতরফা হলে, তা প্রেমেই আটকে থেকে কবর খুঁড়ে নেয় নিজের। এক পা, দুই পা, ধুর! হৃদয় বোঝে নাকী এত! সে ভালোবাসা খোঁজে, ছোঁয়ার আশ্রয় পেতেই নিজেকে সঁপে দেয়। ধাক্কা খায়, খাবেও, এসব জেনেও আঁকড়ে ধরতে চায়, অভিমানী হয়, আবার ফিরে যায় চেনা ছন্দে।
এই হৃদয় চিনে নেওয়া সহজ, বুঝে নেওয়া ঠিক ততটাই কঠিন। একসাথে পুড়বো বলে হাত ধরলেও, শেষে হাত ছেড়ে যাওয়াটা নিয়ম। শুধু সব হৃদয় এই নিয়মের সাথে হাঁটে না, তাই ভাঙে। এই ভাঙার শব্দটাই এক-একটা পরীক্ষা। কেউ উতরে যায়, কেউ হারিয়ে যায়।
ভালোবাসা, হৃদয় চিনে এসো। আঘাত দাও, তবে সামলে নিতে শেখো। পোড়াও, সাথে পুড়তেও শেখো। এভাবেই একদিন অজান্তেই টিকে থাকবে সম্পর্ক।
নয়তো ভাঙা মনের শব্দ আজকের সমাজে ভীষণ ঠুনকো।