কবিতায় দিলীপ চক্রবর্তী

বিলাসিতা
সেই তরতাজা ছেলেটা
ভুলে গেছে আজ তার নাম,
ভুলে গেছে সব, ভুলে গেছে
কে আপন , কে বা পর!
ভুখা মিছিলে হেঁটেছিল সে একদিন, উড়ালপুলে আজও মিছিল দেখেনি মানুষ।
“ভাত দাও, ভাত দাও, ভাত দাও”……..
পঞ্চাশের সেই চিৎকার আজ ছেলেটার অলিন্দে অলিন্দে ঘুরে বেড়ায় নিষ্ফল আক্রোশে।
ছেলেটার মুখোমুখি বসে আছে
শুধু তার ভালবাসা শূন্যতা বুকে নিয়ে,
কোলে ঘুমিয়ে পড়েছে তাদের ক্ষুধার্ত শিশু।
ছেলেটার বৃদ্ধ পিতা মাতা আজ সবাই বাক্যহারা, চোখে ভেসে থাকে শুধু
তাদের এই অসহায় ছেলেটার মুখ।
নেই রাজ্যের বাসিন্দে আমরা,
কিছু নেই ছেলেটার জন্য আজ আর।
উন্মাদ সে আজ……..
পাথরে মাথা কুটে মরা
আজ এক বিলাসিতা।
কালান্তক মারনাস্ত্রের সময় বড় কম।।