• Uncategorized
  • 0

কবিতায় বলরুমে দীপিতা চ্যাটার্জী

পরোজন্মে

আমরা এক পরোজন্মের স্বপ্ন দেখেছিলাম
তোমায় বলতেই গুটি গুটি পায়ে পরিকল্পনাও শুরু হলো!
কিন্তু ভুলে যাবে কি তুমি এই নিত্য একঘেয়েমির মাঝে
আমার সমস্ত অস্থিমজ্জা পুড়ে ছাই হয়ে যাওয়ার সাথে সাথে
মনে থাকবে?
এ জন্মের সমস্ত নাপাওয়ার অবগুণ্ঠন
পরোজন্মের বেছানো শীতল পাটি র ওপর উন্মুক্ত করবো দুজনে
ভুলনা কিন্তু, তখন কোনো ঈশ্বরের দোহাই শুনবো না।
মনের মাঝে আজ যে পাগলা ঝোরা নীরবে বয়ে চলেছে
পরোজন্মে তার নীল জলে ভিজবো , ভিজেই যাবো , যতক্ষন না বৃষ্টি নামে
জলপ্রপাতের গভীর শব্দে আলোড়ন তুলবে মাতোয়ারা স্পর্শের প্রতিটি অনুভব
এজন্মের সমস্ত দুরত্ব মিটিয়ে দেব,
এজন্মের সমস্ত কিছু নিয়ে পরেরজন্মে এক বোহেমিয়ান জীবন কাটাব।
নামহীন এক সম্পর্কের যাযাবর জীবন কাটাব
পরেরজন্মে, হ্যাঁ পরেরজন্মে এমনি এক জীবন কাটাব
আমার সমস্ত পাগলামো আর তোমার সমস্ত বেপরোয়া ভাবনা নিয়ে
বাঁধনহীন ছুটে যাবো কাশফুলের বনে।
নীল জোছনার চাদরে বসে রাজনীতির আলোচনা করবো ওই গাছেদের সাথে,
ধুলোর ঝড়ে হেঁটে যাবো বৈষ্ণব আখড়ায় পরোজন্মে বাউল হবো
এজন্মের আড়ম্বর ঘুচিয়ে দিয়ে পরোজন্মে মাটির সাথে আপন হবো
এজন্মের বুকের ভেতর চাপা পাথর পরোজন্মে গুঁড়িয়ে দেব
নাহয় দুজন মিলে সমস্তটা ভাগ করে নেব
এজন্মের ভালোবাসার নেশায় পরোজন্মে মাতাল হবো
পরোজন্মে মাতাল।হবো।
এজন্মের জমানো শব্দ গুলো পরোজন্মে উগরে দেব
অনর্গল বলে যাবো বলেই যাবো
শুনতে শুনতে তোমার খানিক ক্লান্তি এলেও বলেই যাবো।
সত্যি বলতে কি এজন্ম আর পরোজন্মের মাঝে এক শ্মশান দূরত্ব রয়েই গেল
শুকনো কাঠের দাউদাউ শিখার অবগাহনে পরোজন্মে তোমায় পাবো।
Spread the love

You may also like...

error: Content is protected !!