কবিতায় দিলীপ চক্রবর্তী

জীবন
এ ভাবেও বেঁচে থাকা যায়।
এ ভাবেও নতুন করে চিনে নেওয়া যায় এই চেনা পৃথিবীটাকে।
এভাবেও ছুঁয়ে দেখা যায় জীবনের সবটুকু রং।
সে নদীর উৎসমুখে বারিধারা আজও প্রবহমান, যার আর এক নাম জীবন।
জীবন জীবনের জন্য দিতে পারে আরও কিছু এই জীবনে,
যেতে পারে দূরে নীলনদের তীরে, পঞ্চবটি বনে আর এই পৃথিবীর শেষ প্রান্তে,
যেখানে কথা দিয়েছিল সে,
….”কাল কথা হবে”।