আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ দীপশিখা চক্রবর্তী

বিপরীতমুখী ছবি
অতিরিক্ত অন্ধকার লিখতে গিয়ে পুড়ে যায় পথ,
শরীরে ছড়িয়ে থাকা সংক্রমণ স্তব্ধ হয়ে আসে,
ক্ষণিকের ভিড়,
আড়ালে মেপে নেওয়া তোমার চোখের শূন্যতা,
আমরা বিপরীতমুখী ছবি!
খুঁজে নিই ফেলে যাওয়া ধূসর ছায়ায় একটু আলোর বাস,
অথচ পুরোটা ওলোটপালোট হতে হতে নিজেকেই শূন্য করে ফেলেছি,
ভুলতে চাওয়া আর ভুলে যাওয়ার মাঝে যে বিস্তর দূরত্ব, তাকে ভয় পাই ভীষণ!
এতটা বদলে যাব বলেই আজকাল ধারালো করেছি ক্ষত,
তবুও অন্ধকার নামে রোজ;
যদি কোনোদিন ফিরে আসো,
যেন দীর্ঘ হয় রাত, আলোয় পুড়ে যায় তোমার হাত ছেড়ে দেওয়ার দৃশ্য।