কবিতায় ডা. বেনজীর আহমেদ

সময়

সময় চলছে একা একা
সময়ের বাঁক বাঁকে
খাচ্ছি কি পাক আমারা সবাই
সময়ের ঘূর্ণিপাকে।।
ডাকছে সময় চলছি ছুটে
ঘুরছি সাথে সাথে
আপন হাতে ছাই ঢালছি
সময়েরর ডাল ভাতে।
সময় কথা সময় মতো
বলতে পারছিনাতো
উচিৎ সময় আপন মাথা
করছি অবনত।
কারো সময় ঠায় চলে যায়
ভাতের যোগান দিতে
কারো সময় যায় চলে যায়
আনন্দন ফুর্তিতে।
কারো সময় ব্যাস্ত থাকে
নিজের পকেট ভরতে
কারো সময় ব্যাস্ত থাকে
পরের ঘাড়ে চড়তে।
শ্রমিক নারীর সময় কাটে
ভাতের যোগান দিতে
কারো আবার সময় কাটে
নারীর শরীর নিতে।
আমলা মন্ত্রীর সময় কাটে
বড় বাজেট কষায়
আম জনতার ঘাড়ে তারা
করের বোঝা বসায়।
সূর্য ওঠে ঠিক সময়ে
চন্দ্র ওঠে তাই যে
সময়ের জ্ঞান ওদের আছে
আমাদেরই নাই যে।
সময় তবু ঠিক চলে যায়
বহতা নদীর মতো
সময়ের সাথে পাল্লা দেয়া
সহজ কি আর অতো।।

Spread the love

You may also like...

error: Content is protected !!