“এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো” বিশেষ সংখ্যায় দেবযানী বন্দ‍্যোপাধ‍্যায়

শ্রাবণের অভিসার

কত শ্রাবনে বৃষ্টি হয়ে ঝরে যায় —
অনন্ত সময়…
না জানি কত জনমের ঋন শোধে এক প্রজন্ম বাওয়া ..
বুড়ো বট…
নিভৃতে …
যেন এক সাধক তারা..
আগলহীন আশালতায় মন বেঁধে রেখেছে,
সে কোন মেয়েবলার গোধূলীতে খেলার ছলে।
কত বসন্ত, কত বর্ষায় ,কার্নিশে -দেওয়ালে
রামধনু এঁকে যায় আলো -আঁধার ..
তবু
ভালোবাসা বাসির বারোমাস‍্যা বুকে আঁকড়ে ,
শুধু বাঁচে আর মরে শ্রাবণের অভিসার…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।