কবিতায় বলরুমে দেবযানী ভট্টাচার্য

প্রিয় পুরুষ
কি অলস ভঙ্গিমায় তাকিয়ে আছো —
দৃষ্টিতে লেগে আছে বিষাদ,
দৃষ্টি পথ জুড়ে যেন শুয়ে আছে তুমুল নির্জনতা,
করতল জুড়ে প্রতিশ্রুতির বরাভয়।
অন্তঃপুরে যেন ঘুমিয়ে আছে অস্থির পেন্ডুলামের মতো লুকোনো শব্দের আলোড়ন,
শরীর জুড়ে তীব্র কথা স্রোত !
হে আমার প্রিয় পুরুষ ,
তোমার শব্দময় স্বপ্ন শরীর থেকে উঠে আসছে বোতাম খোলার ডাক!
বলো কতকাল এই সব শব্দের ভিতর নির্মহ হয়ে বসে থাকা !
উত্তুরে হাওয়ার উড়ে যায় আঁচল।