আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ দীপঙ্কর বেরা

মাতৃভাষা
মাতৃভাষা দিবস এলে উথলে উঠে প্রাণ
বাংলা নাকি মধুর ভাষা রাখব তার মান,
তারপরে সেই ইংলিশ হিন্দি মিডিয়ামে পাই
বাংলাটা ঠিক আসছে না যে মর্ডান আমি তাই।
উচ্চশিক্ষা চাকরি বাকরি বাংলা পিছিয়ে দেয়
এমন ভেবেও বাংলাভাষী অংশ তাতে নেয়,
মাতৃভাষা দিবস তবু বাংলা ভাষার জয়
গ্রামে গঞ্জে শালুক পদ্ম হবে না তার ক্ষয়।
বাংলা আমার মাতৃভাষা ভালোবাসি খুব
এমন ভাষার হৃদ গভীরে প্রতিদিন দিই ডুব।