T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় দেবযানী বসু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এসো পৌষ যেও না
পৌষালী মেয়ে শরীরের ধানীরঙ দোলনায় দোলনায় দোল খায় উঠোনে।
এই পথে ইঁটভাটা গুড়ভাটির কলরব।
মাটির বুকে উষ্ণ অনুরণন।
রাস্তার লক্ষ্য নদীর তিরের হাতে হাত রেখে চলা।
হাহা হুহু পালের বুক চেতানো আনন্দের গায়ে লাগে দুধপুলির গন্ধ।
শহুরে প্রেম গগলস টপকে নেমেপড়ে স্রোতে।
স্ন্যাপে স্ন্যাপে চঞ্চল ঢেউয়ের শীর্ষ।
পর্ব পর্ব হেঁটে পিঠের পার্বণ।
আগুন সাজায় নারী মমতায়।
বাঘের পিঠে খাবার গল্প ধরে বালক আর তার পাঠশালা হৃদয় উন্মুখ করে রাখে। আবার বলার মতো আব্দার ধরে রাখে বাতাস।
এই তো সেদিন বড়িদাদু বড়িদিদার বিয়ে দিয়ে পিঠেঘরণী সন্ধ্যামালতী ঝোঁপে ইচ্ছে লুকিয়েছে। বৌটির সোহাগি আঁচলে দুধ ওথলায়।
সবেদামাখা কুয়াশা ভোরের।
আলোপিঠে জমে উঠছে হিমেল পরশে পরশে।