সাতে পাঁচে আজ দীপঙ্কর বিশ্বাস

সুখের জীবন
আলো দেয়নিকো,পুড়িয়েছে হৃদয়
ভালোবাসায় প্রেম না,দিয়েছিল ঘৃণা!
সুখ দেয়নিকো,ভরা ভরা দুঃখ দিয়ে
নিজকে সাজিয়েছে এক হৃদয়হীনা!
আাশা দেয়নি,সে হতাশার বালুচর,
ভেঙে ভেঙে কত হয়ে গেছি চুরমার!
ভয় ধরায়,নির্ভয় নয় তার আচার,
তাও আমি সকল সয়ে হয়েছি দুর্বার!
শোক দেয়, বুকে নেয় নাকো তুলে,
আপন ধ্বংসেও করছি কিছু নির্মান!
দূরে সরে সরে,কাছাকাছি থাকে নাই,
ডাকছি এসো,চোখে চোখে গাই গান!
এত বলি হাসি দাও,তাও কান্না নয়,
কাছাকাছি এসো,শান্তিতেই থাকি!
ভাসাবে ভাসাও,ডোবালে ডোবাও
এসো পাষাণ ভেঙে ভেঙে বুক বাঁধি!
রাত ঘুম দিও চোখে, চুমে দিও চোখ,
এসো রাতের পর রাত জেগে থাকি!
যত কল্পনা ছেয়ে দিও শৈল্পিক মনে,
আমি যেন শুধু তোমারই মুখটি আঁকি!