স্মরণে লতাজী তে দেবযানী ভট্টাচার্য

স্মরণে সুর সম্রাজ্ঞী

ভ্রূপল্লব ভিজে ওঠে—
সহসা নেমে আসে মহাশূন্যতা,
সব বিহঙ্গ-ই তবে ফিরে যায়?
স্মৃতিপথ জুড়ে জেগে থাকে শুধু গান।

শহর যখন গাইছে মেঘমল্লার,
ভৈরবী রাগে “যায় কোন মহাপ্রাণ?” ‘বিলাবল’,’কল্যাণ’
‘আশাবরী’ রাগে ,
অনন্তকাল জুড়ে জেগে রবে তব গান।”

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।