কবিতায় বলরুমে দেবযানী ভট্টাচার্য

ফেরা
শেষ ট্রেন ছেড়ে যাবার আগে,
একবার হলুদ শূন্যতা ভেঙে ঠিক ছুঁয়ে দেব
ওই দুটি ভীরু চোখ!!
শিরায় শিরায় যে যন্ত্রনা পড়ছে তাকে অগ্রাহ্য করে ফিরে যাব এক বৃষ্টি ভেজা নিমগ্ন সন্ধ্যায়।
সব খাঁচাই তো একদিন শূন্য হয়,হতে হয়।
পাখিদেরও জ্বর আসে ,অসুখ হয়, ঢলে পড়ে—–
যে শুশ্রশা তুমি রেখে যাচ্ছ খাঁচায়,তাকে সম্বল করেই তো পার হয়ে এলাম কত ঋতুচক্র!!
আমি ঠিকানা হারিয়ে ফেলিনি,
শেষ ট্রেন ছেড়ে যাবার আগে,সময়ের সাঁকো পেরিয়ে ঠিক পৌঁছে যাব আড়ালে থাকা গোপন আশ্রয়ে।।