মার্গে অনন্য সম্মান দেবাশিস বসু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৯
বিষয় – বুদ্ধপূর্ণিমা/ শান্তির বার্তা/ মৌলিক অধিকার
ফুলটা
ফুলটা আগে কেউ শুঁকতেই পারে
তাতে তার কুমারীত্ব ঘোচেনা..
বাতাস তো সৌরভ বয়ে দেয়-
পাত্র হয়তো অচেনা..
তবু সে নিখাদ প্রেমের অযোগ্যা নয়-
নয় অযোগ্যা আম্রপালী..
যাকে নগরবধূ করেছিল সারাটা বৈশালী..
দোষটা তার সৌন্দর্যের..
দোষটা তার সৌরভের.
দোষটা পাপী মনের..
দোষটা দাগী সমাজের..
আম্রপালী শান্তি পেয়েছিল ভালোবাসায়..
রাজগৃহ ছেড়ে তথাগত এসেছিলো তার বাসায়..
ঐ ফুলটাকেই নাহয় ভালোবাসি..
সমাজের চোখে যতই হোক না বাসী..