কবিতায় বলরুমে দেবী অধিকারী

নি:শব্দ জিজ্ঞাসা
জমাট নৈ:শব্দ যেনো অন্তহীন জিজ্ঞাসা ?
স্বপ্ন দেখি আমার অন্তর জুড়ে,
জীবনের ফেলে আসা স্বপ্নকে শেষ বারের মতো ছুঁয়ে
দেখা।।
সেদিনের স্বপ্ন গুলি আমার জীবনের খন্ডিত বিলাপ
তোমার ছোঁয়া মানে আমার জীবনে খন্ডিত বিলাস,
তোমাকে ছুঁয়ে আমার যৌবন নির্বাক হয়ে দাঁড়িয়ে
আছে।।
স্যাঁতসেঁতে আঁধারে ছায়া পথ ছুঁয়ে ছুঁয়ে হাঁটি –
ভেজা ভেজা বাতাসে আমার হৃদয় অশরীরী গল্প বলে,
আমার সমস্ত সত্তায় কি অদ্ভুত তোলপাড়।
প্রত্যুষের তারা ভরা আকাশে অনন্ত এক স্তব্ধতা
অলৌকিক সন্ধান পেতে হলে জীবনকে অতিক্রম করতে হয়।
নৈ:শব্দ বিছানো প্রবল ঝড়ে ভয়কে অনুভব করলাম।
অনেক সময় চাওয়া পাওয়া জুড়ে থাকে অনেক স্বপ্ন
অস্ফুট শব্দ জুড়ে প্রশান্তির গুঞ্জন,
তুমি একদিন মন খারাপের রাত্রি নামিয়ে চলে গেলে
এক জোড়া চোখ শত অপেক্ষার প্রহর গোনে
দূরত্বের নীরব গল্প হয়ে রইলাম —
সূর্য অস্ত যাওয়া মানে উদয়ের শুরু,
অপেক্ষায় রইলাম কবে আসবে সেই সুপ্রভাত।