সাপ্তাহিক রম্য সাহিত্যে মন্দিরা হাজরা (বসু) (পর্ব – ৯)

“মীট দ্য সার্জেন”র পরের পর্ব হলো “মীট দ্য   এনাস্থেটিস্ট” । দেখা গেল ইনি আমার পূর্বপরিচিত । ভারী খুশী হয়ে ভাবলাম একই হাসপাতালে কাজ করার সুবাদে আমরা না জানি কত প্রাণ একত্রে রক্ষা করেছি । এহেন কমরেড কে কি আর ইনি স্পেশাল খাতির যত্ন না করে পারবেন! কিন্তু ব্যাপারটা, বেরোলো, কিঞ্চিত ব্যক্তিগত । এই নিছক ভালমানুষের মতো দেখতে ডাক্তারবাবুটি আমায় বললেন যে আমি নাকি তাঁর স্ত্রীর এক  শল্যপর্ব একবার বাতিল করেছি । তিনি আরও যোগ করলেন যে মাসখানেক সব ঠিকঠাকই ছিল , তবে তাঁর ক্ষুদ্র পুত্রটি সারারাত বিস্তর গলাবাজি করছে এবং তাঁর নিদ্রাহীনা স্ত্রীর ছোঁড়া কাপডিসগুলিও  ইদানীং আর লক্ষ্যভ্রষ্ট হচ্ছে না  । বেচারী তিনি ,  এসবের ভিতর কেন জানিনা কোনো কারন ছাড়াই এদের দেখলেই তাঁরও খালি খালি আমার কথাই মনে পড়ে যাচ্ছিল ; আজ এভাবে আমাকে “পাবেন” এ তার স্বপ্নের অতীত —- ইত্যাদি । এরপর তিনি একটি  হাড় হিম করা মিচকে হাসি দিলেন । আমি একটি  দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেললাম । আজ একথা অস্বীকার করলে ঘোরতর অন্যায় হবে যে এই ডাক্তার বন্ধুটি কিন্তু আমার মাথায় বাড়ি মেরে অজ্ঞান করেন নি ( চাইলে লুকিয়ে হাতের সুখ করে নিতে কি আর পারতেন না !) । এঁর কাছে আমি অসীম কৃতজ্ঞ থাকবো ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।