১. বর্ষার সময় ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধের হাত থেকে বাঁচতে ঘরের কোনায় কর্পুর রাখুন।
২. গরমে গায়ের দুর্গন্ধের হাত থেকে বাঁচতে একটুকরো কর্পুর দু কাপ জলে ফুটিয়ে নিয়ে সেটা মিশিয়ে রোজ স্নান করুন উপসম মিলবে।
৩. পায়েসে এক টুকরো কর্পুর স্বাদমাত্রা অনেক বাড়িয়ে দেয়।
৪. বড় চুল এরকম ভেজা আবহাওয়াতে শোকায় না। অন্যহাতে রোজ ড্রায়ার ব্যবহার ক্ষতিকর তাই ধুনোর সাথে কর্পুরের ধোয়া চুলে দিলে খারাপ গন্ধের হাত থেকে রেহাই মিলবে।
৫. কর্পুর গুঁড়ো করে জলে ফুটিয়ে নিয়ে সেটা ঠান্ডা করে একটা স্প্রে বোতলে ফ্রিজারে রাখুন ও দিনে দু থেকে তিনবার টোনার হিসাবে ব্যবহার করুন। ত্বকের উজ্জ্বল্য বাড়বে।