কাব্যানুশীলনে চঞ্চল প্রামাণিক

বেলাশেষে

দিন- প্রতিদিন আসবে না আর
যাতায়াতের পথ রুদ্ধ হবে,
যদি যেতেই হয় তবে কিভাবে ?
হয়তো জীবনের জলবায়ুর বিবর্তনে !
ভাবতে হবে, এপার থেকে ওপারে
যাবে শুধু একবার ..
কিন্তু আক্ষেপ থেকে যায়
আসবে কি? ফিরে আবার !
এ.. তো নিয়মে বাঁধা
শুধু কি একজন?
কখনোই নয়, তবে জীব সমগ্র
প্রতিক্ষণে ক্ষণে দেখা যায় যেতে
তবে দৃশ্যত হয় একবারই
না ফেরার দেশে ।
তবে কেমনে ?
বাঁচার অবসান হলে, মরণের যাত্রাকাল !
ঝড়ের মধ্যে তরীর পাল ভেঙ্গে গেলেও
যেতে হবেই সেখানে ।
আনন্দ -সুখ -দুঃখ ফেলে রেখে
অন্তিম সাইরেন বাজলেই তবে।
হোক তবে জীবন অবেলা :
কৈশোর,যৌবন ,বার্ধক্য নাই যেথা ভেদাভেদ ,
মৃত্যু শব্দটি জীবনে একবার।
চূড়ান্ত যেথা প্রতি জীবনে জীবনে।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *