কবিতায় চম্পা নাগ

আজও মনে পড়ে
অথচ হৃদয়ে তখনও লেগেছিল একটুকরো রোদ্দুর….
আরশিতে সাজছিল নিঝুম এক দুপুর
দিনের শেষ আলোর রশ্মিতে আঁটকে ছিল মন ঘোমটার নীচে কি।
স্রোতের ধারার মতো সময় চলে বয়ে।
পলির আস্তরণে কত কথা যায় রয়ে।
শ্যাওলা জমা ঘাটে মনের পায়চারি….
রঙিন সুতোয় বাঁধা আছে আজও সেই ঘাটখানি!!
কথারাও থেমে গেছে, নীরব নিশ্চুপ
হৃদয়ে মেঘ জমেছে একবুক….
বাজে না নুপুর আসে না কেউ
সকাল দুপুর,
চৈত্র হাওয়ায় উড়ে যায় মনের রাগ অনুরাগ যত….
শুকনো ফুলের মালার মত,
সময়ের গায়ে লেগে থাকে ভালবাসার গভীর দাগ….!!