ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

শুধু একটিবার
দিনে দিনে কেটে গেল কতগুলো বছর,
একই জায়গায় থেকে।
সেই চেনা পথ, চেনা অলিগলি
হেঁটে চলি কতবার অকারণে।
গাছ, নদী, পথ, ছায়া
সবই চলে পাশে পাশে,
শুধু তুমি নেই সাথে।
আচ্ছা, একবারও কি আসতে ইচ্ছে হয় না
চেনা সেই পুরোনো পথে?
নাকি সবটুকু উজার করে দিয়েছ নতুন সংসারে?
মনে পড়ে , সন্ধ্যার সেই গঙ্গার ধার?
জানো, সব এখনও আছে
একিই রকম ভাবে।
একটিবার পারো না আসতে
তোমার সাজানো সংসার ফেলে
ঐ গঙ্গার ধারে?
শুধু একটিবার দেখবো তোমায়
দু চোখ ভরে।