ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

নতুন বছর
চৈত্রের অবসানে শেষ হল পুরোনো বছর
জীর্ণ ক্লান্ত রাত্রি হল গত।
নতুন নতুন স্বপ্ন ও নতুন আশা নিয়ে
এল ফিরে নতুন বছর।
তাই তো তাকে হৃদ মাঝারে রাখি
খুব যত্ন করে।
সাদর আমন্ত্রণ জানাই
উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে।
নতুন বছর, তুমি কেন হও না আরো নতুন
যে বছর থাকবে না কোনো ধ্বংস,
থাকবে না কোনো মৃত্যু নিয়ে
লুকোচুরি খেলা।
দামামা উঠবে না বেজে
যুদ্ধক্ষেত্রে।
দু মুঠো ভাতের জন্য
ল্যাংটো ছেলেটা থাকবে না রাস্তার মোড়ে দাঁড়িয়ে।
খুশির ঝলক যাবে না থেমে
গোলা বারুদের কারখানায়।
যে বছর শুধুই থাকবে
স্বপ্ন পূরণের অংগীকার,
আগামী বছরের বেঁচে থাকার
পূর্ণ স্বাদ।