ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

শূন্য আমি
একদিন সবকিছু হয়ে যাবে শেষ,
কালো অন্ধকার আসবে নেমে দুচোখে।
এ জীবনের জমা খরচের হিসেব যাবে মিলিয়ে,
প্রতিটি ধূলো বালিতে শূন্য “আমি” শুধু থাকবে পড়ে।
প্রতিদিনের মতো রাত পোহাবে,
সকাল হবে, সূর্য হাসিমুখে আলো ঝরাবে।
হৈ হুল্লোড় , ব্যস্ততা কমবে না একটুও,
সুখ দুঃখের যাঁতাকলে কেটে যাবে-
সারাটা বেলা সংসারের।
কোনো কিছুই যাবে না থেমে,
পড়বে না কমা,দাঁড়ি, সেমিকোলন,
জগৎ চলবে তার নিয়মে।
যতক্ষণ আছি এ সংসারে
একবার চোখ মেলে দেখি চারিদিক,
যা কিছু দেখি, সবই রত্ন প্রায়,
নগণ্য বলে কিছু নেই।
নগণ্য যদি কিছু থাকে
সেটুকু বরাদ্দ থাক, শুধুই আমার জন্যে।