ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

কবি
কবি তার হৃদয়ের সবটুকু রস নিংড়ে নিয়ে
জন্ম দেয় কবিতার।
যত্ন করে লালন করে, পালন করে শব্দের শরীর।
শব্দের পর শব্দ গেঁথে
রং বেরঙের ছন্দ দিয়ে
স্বপ্নেরা জেগে ওঠে কবিতার ফ্রেমে।
কবি বড়ো অসহায়,
একদিকে সে যেমন চায় যুদ্ধ
অন্যদিকে চায় শান্তি।
একদিকে সে যেমন চায় প্রেম
অন্যদিকে চায় বিরহ।
এই চাওয়া পাওয়ার মাঝে পড়ে
সে বড়ো অস্থির।
রন্ধ্রে রন্ধ্রে সে উপলব্ধি করে
সত্য ও মিথ্যার ছবি।
কবির হৃদয় যতই দগ্ধ হোক,
পুড়ে অঙ্গার হোক,
তবুও সে দেয় না ছেড়ে হাল
প্রতিকূল স্রোতে।
শক্ত হাতে বৈঠা বেয়ে
পৌঁছে যায় কূলে।
কবি অন্ধকারে থেকেও
স্বচ্ছ দেখে মনশ্চক্ষু দিয়ে।
কবিতা হয় হৃষ্টপুষ্ট
তার কল্পনা শক্তি দিয়ে।
কবিকে কখনও যায় না বাধা
চারদেয়ালের মাঝে,
বিশ্বহৃদয় হলো তার বাস
সেখানেই তার শ্বাস।