ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

উৎসব
উৎসব হল এক মধুরময় মিলন ক্ষেত্র,
যেখানে না থাকে কোনো ভেদাভেদ,
না থাকে কোনো বিদ্বেষ।
জীবনের রঙে রঙিন হয়ে-
আবেগের টানে ভেসে যাওয়া
এক সেতুবন্ধন।
চারিদিকে ঘিরে আছে
কত প্রিয়জন,কত আত্মীয়-স্বজন।
কোনদিকে যায় না চোখ
শুধু দেখে মৃত্যুর মুখ,
সেদিনও হবে উৎসব আমাকে ঘিরে,
শোক উৎসব।
শুধু থাকব না আমি,
থাকব আমি তোমাদের মনে।