ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

বিস্ফোরক
যদি কিছু পাও
খুব ভালো,
যদি না পাও,তাতেও ক্ষতি নেই,
জীবনটাকে টেনে নিয়ে চলো এইভাবেই।
ছোবল না মারলেও,
ফোঁস কোরো মাঝে মাঝে।
প্রতিবাদ করতে শেখো–
ক্ষুধাতুর ল্যাংটো ছেলেটার থেকে।
চোখে যার বিস্ফোরক,
প্রতিবাদের আগুন যার মনে,
তবুও সে ধীর হয়ে থাকে
কলাই বাটি হাতে নিয়ে।