ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

তাজা রক্ত
ওরা মানুষ নয়,
মানুষরুপী আদিম যুগের বন্য,
ওরা ঘৃন্য, ওরা জঘন্য,
পাপ পুণ্যের নেই কোনো মূল্য।
তাজা রক্তের নেশায় ওরা মত্ত,
চুম্বন করে শাণিত অস্ত্র,
হুঙ্কার ছাড়ে সিংহের মতো,
ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর-
কোপের পর কোপ মারে,
শিকার কাতরাতে থাকে
তারপর স্তব্ধ হয়ে যায় তার প্রাণবায়ু।
ধিক্কার, ধিক্কার দিই-
নেই কোনো মানবিকতা,
নেই কোনো নিরাপত্তা।
এ কোন সমাজে আছি বেঁচে
যেখানে বাক্ স্বাধীনতাকে-
হরণ করা হচ্ছে প্রতিনিয়ত,
মুখে এঁটে দেওয়া হচ্ছে কুলুপ,
চোখ থাকতেও চোখে ফেট্টি দেওয়া হচ্ছে বেঁধে,
কিছু দেখেও যেন দেখছি না কিছু।
বাঁচার মতো যদি বাঁচতেই না পারি
এ জীবন তবে কিসের জন্য।