অণুগল্পে চিরঞ্জীব হালদার

না লেখা কবিতা
বানিয়ে বানিয়ে লেখার জন্য নির্দিষ্ট কিছু সময় ধার্য করা উচিত।
এই ধরুন যেমন কাউকে পটাতে গেলে গুচ্ছের পকেট খসিয়ে আমাজন থেকে গিফট প্যাকের আমদানি করা ।অথবা সবাই যখন দরজা বন্ধ করে নিজেদের অসফলতার হিসেব নিতে গিয়ে কাশির দমকে আপনার থেকে কয়েক যোজন দূরত্বে সরে গিয়ে নিজেদের মাপতে শুরু করবে।
যদি আজ আর কোন লেখায় মন না বসে তাহলে গত শতাব্দীর ধর্মযুদ্ধের বিবরণী দেওয়া একটা পুস্তকে খুঁজতে থাকবেন রুজভেল্টের হঠাৎ হিক্কা ওঠার কারণ গুলো কি কি ছিল ।দেখবেন একটা না একটা লেখার বিষয় পেয়ে যাবেন। আপনি হাতড়াতে থাকবেন প্রিয় কলম। একটুও হিজিবিজি না লেখা কোন সাদা পৃষ্ঠা। একটা চনমনে ভোরের ভেতর শব্দরা রক্তাক্ত পাখির ডানার মত আছড়ে পড়বে কোন এক সম্ভাবনাকে বীজ মন্ত্র করে তুলতে।